বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২১ জুলাই ২০২১, ০০:৪২

চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক ছিডু মিজির ঈদ শুভেচ্ছা

সোহাঈদ খান জিয়া
চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক ছিডু মিজির ঈদ শুভেচ্ছা

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর হাইমচর-৩ আসনের উন্নয়নের রুপকার বাংলাদেশে সরকারের শিক্ষা মন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপির স্নেহভাজন, চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছিডু মিজি।

চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছিডু মিজি বলেন, বাংলাদেশ তথা সারা বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির প্রকোপের মধ্যে আমরা মুসলমানরা পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে যাচ্ছি। পবিত্র ঈদের দিনের উছিলা করে বাংলাদেশসহ সারা বিশ্বকে করোনামুক্ত করতে মহান আল্লাহ তা’লার রহমত ও সাহায্য প্রার্থনা করছি। এই দুর্যোগ হয়তো দীর্ঘস্থায়ী হবে কিন্তু চিরস্থায়ী নয়। অচিরেই ভোর হবে, সূর্য উঠবে। বিধাতার কাছে প্রার্থনা এই অন্ধকার কেটে নেমে আসুক ভোরের আলো, ছড়িয়ে পড়ুক সুস্থতা পৃথিবী জুড়ে।

তিনি আরো বলেন, আমি সকলের অনাবিল সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। ঈদুল-আযহার আনন্দ সকল মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। ত্যাগের মহিমায় ভাস্বর ইসলামের শিক্ষা মুসলিম হৃদয়কে মহৎ করে তোলে।

হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর সান্নিধ্য লাভের আশায়, মুসলমানরা কোরবানীর মাধ্যমে নিজেদের পরিশুদ্ধি করে। ঈদের আনন্দ একে অপরের সাথে নিজেরা ভাগাভাগি করে নেয়। তাই ঈদুল আযহা’র শিক্ষা নিয়ে আসুন আমরা সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি রাহাজানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ণ সমাজ এবং বঙ্গবন্ধুর দেশ গঠনের জন্য একযোগে কাজ করি।

আপনারা সবাই এই করোনা মহামারিতে সরকারের বিধি নির্দেশ মত স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করবেন, মাস্ক পরিধান করবেন। নিজে সচেতন থাকবেন অন্যকে সচেতন থাকার জন্য পরামর্শ দিবেন। সেই সাথে কোরবানীর পশুর বর্জ্য আবর্জনা নিদিষ্ট স্থানে পেলে মাটি চাপা দিয়ে রাখবেন।

আগামীতে আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে, সবার পাশে থেকে যেন আপনাদের সেবা করতে পারি সেই দোয়া করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়