বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২০ জুলাই ২০২১, ২২:৪০

১৯ দিনের ছুটিতে দেশ

অনলাইন ডেস্ক
১৯ দিনের ছুটিতে দেশ

ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও করোনা বিধিনিষেধ মিলিয়ে ১৯ দিনের ছুটিতে পড়ছে দেশ। তবে ঘোষিত বিধিনিষেধের মধ্যেও সীমিত আকারে খোলা থাকছে ব্যাংক।

২১ জুলাই বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। অর্থাৎ ঈদের তিন দিন (২০, ২১ ও ২২ জুলাই) ছুটি। ২৩ জুলাই থেকে শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত চলা ১৪ দিনের বিধিনিষেধের মধ্যে ২৩ ও ২৪ জুলাই সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি। আবার ৬ ও ৭ আগস্টও সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটির মধ্যে পড়েছে। এ নিয়ে মোট ১৯ দিনের টানা ছুটিতে দেশ।

আগামী ৫ আগস্ট ঘোষিত বিধিনিষেধ শেষ হলে শুক্র ও শনিবার (৬ ও ৭ আগস্ট) সাপ্তাহিক ছুটি। সাপ্তাহিক ছুটিতে সরকারি অফিস বন্ধ থাকলেও অধিকাংশ বেসরকারি অফিস খোলা থাকে। কিন্তু করোনা সংক্রমণের কারণে মূলত ঢাকা ত্যাগ করা মানুষদের আসার সুযোগ রেখে ৮ আগস্ট থেকেই শুরু হবে বেসরকারি অফিসের কার্যক্রম।

এ দিকে ঈদ ও লকডাউনের কারণে ছুটি পেয়ে চাঁদপুরে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ঈদের আগের দিন মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত শহরে তীব্র যানজটের কবলে ছিল চাঁদপুর শহর। সন্ধ্যার পর প্রতিটি সড়কে মানুষ আর যানবাহনের চাপে স্বাভাবিক পথ চলা ব্যাহত হয়। স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বালাই নেই। এই পরিস্থিতিতে শহরের মার্কেট, শপিংমল ও বিপণিবিতানগুলোতে শেষ মুহূর্তের ঈদ কেনাকাটা জমজমাট দেখা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়