মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৪ জুন ২০২২, ১৮:০৫

অতিরিক্ত ডিআইজি হলেন চাঁদপুরের জোবায়েদুর রহমান

নূরুল ইসলাম ফরহাদ
অতিরিক্ত ডিআইজি হলেন চাঁদপুরের জোবায়েদুর রহমান

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন চাঁদপুরের সন্তান জোবায়েদুর রহমান বাবু। ২০তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা চাঁদপুরের সাবেক সংসদ সদস্য, ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবু জাফর মাইনুদ্দিনের সন্তান। তাঁর বড় বোন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা এবং ছোট বোন ফারহানা জাফর (রুমা) চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক।

জোবায়েদুর রহমান বাবু ১৯৮৫ সালে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পাশ করেন। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচ.এস.সি এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি নীলফামারী এবং ঝালকাঠি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পরিবহন) হিসেবে কর্মরত আছেন।

তাঁর স্ত্রী কাজী দিলরুবা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এস.এম.ই ফাইন্যান্স অ্যান্ড ব্র্যাঞ্চ অপারেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ দম্পতির দুই কন্যা সন্তান শ্রেয়া ও নামিরা।

মঙ্গলবার (৩১ মে ২০২২) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়