রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৭ মে ২০২২, ১১:২৫

পাহাড় থেকে ১২শ' ফুট নিচে আছড়ে পড়লো বুয়েটের গাড়ি : নিহত ৩

পাহাড় থেকে ১২শ' ফুট নিচে আছড়ে পড়লো বুয়েটের গাড়ি : নিহত ৩
অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে একটি গাড়ি বান্দরবন থেকে থানচির উদ্দেশ্যে রওনা করে। প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে যাওয়া বুয়েটের নিরাপত্তা শাখার কর্মচারীদের বহন করা ব্যক্তিগত এক্সনোহা ব্র্যান্ডের গাড়িটি জীবনগর এলাকায় পাহাড়ের উপর থেকে প্রায় ১২শ' ফুট নিচে বিশাল খাদে পড়ে যায়। এ ঘটনায় বুয়েটের ৩জন কর্মচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ কর্মচারী।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, থানচি উপজেলার জীবননগর এলাকায় ঢালুতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী কালো রঙের এক্সনুহা গাড়ি পাহাড়ের কয়েকশ ফুট নিচে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন এবং হাসপাতালে নেয়ার পর আরো দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজনের নাম হামিদুল ইসলাম। অপর দুজনের নাম নিশ্চিত হওয়া যায়নি।

আহতরা হলেন : বুয়েট নিরাপত্তা শাখার কর্মচারী ওয়াহিদ, জয়নাল, মিলন, মঞ্জুর, রাজিব, আব্দুল মালেক এবং চালক ফারুক। খবর পেয়ে বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহত পর্যটক মো. ওয়াহিদ ও আবদুল মালেক বলেন, আমরা সবাই ঢাকা বুয়েটের নিরাপত্তা শাখার কর্মচারী। ঢাকা থেকে সহকর্মী একজনের ভাড়া গাড়িতে করে বান্দরবান বেড়াতে এসেছিলাম। থানচিতে যাবার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে গেছে। গাড়িতে আমরা ৯ জন ছিলাম চালকসহ।

থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা জানান, পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলে ১ জন এবং সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরো দুই জনের মৃত্যু হয়।

গাড়িতে থাকা ১১ জনের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়