বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ২২:০০

পশুর হাটগুলোতে স্বাস্থ্য বিধি শূন্যের কোটায়! 

কামরুজ্জামান টুটুল
পশুর হাটগুলোতে স্বাস্থ্য বিধি শূন্যের কোটায়! 

কোরবানী পশুর হাটগুলোতে স্বাস্থ্য বিধি শূন্যের কোটায়। নূন্যতম মাস্ক পর্যন্ত পড়ছে না ৮০ বাগ ক্রেতা কিংবা বিক্রেতা। এক কথায় মানুষে আর পশুতে একাকার কোরবানী পশুর হাট বাজারগুলো। সোমবার এমন চিত্রই দেখা গেছে হাজীগঞ্জের বেশ কয়েকটি কোরবানী পশুর হাট বাজারে।

আজ বাদে কাল মানে রাত পোহালেই পবিত্র ঈদুল আযহা। ত্যাগের মহিমায় এই ঈদ উদযাপনের প্রধান লক্ষ্য করোনা ভাইরাস থেকে নিজেদেরকে রক্ষা করতে এই অতিমারীর মধ্যে যেটুকু বাঁচিয়ে চলা যায়। কিন্তু এসব কিছুই তুচ্ছ ভাবছে অধিকাংশকরা। যার প্রমান মিলে হাট হাজীগঞ্জের বাজারগুলোতে। চলিত বছর উপজেলার ২১টি স্থানে হাট বসে।

সরজমিনে ঘুরে দেখা যায় হাট বাজারগুলোতে মানুষের প্রচণ্ড ভিড়। শারিরিক দূরত্বের কোন বালাই নেই। ৮০ ভাগ মানুষের মুখে মাস্ক নেই। হাতে গোনা দু-একজনের মাস্ক থাকলেও কথা বলার সুবিধার্থে মুখ থেকে তা থুতনিতে নামিয়ে রাখে। এছাড়াও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার কোথাও দেখা যায়নি। দেখা যায়নি হাত ধোয়ার ব্যবস্থা। শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতার কথা মাইকে ঘোষণা দিয়েই দায় সারছেন ইজারাদার কর্তৃপক্ষ।

সরজমিনে হাজীগঞ্জ পশ্চিম বাজার সাবেক মেঘনা বাসষ্ট্যান্ডে সোমবার দুপুরের পর গিয়ে দেখা যায় পুরো হাটের লোকজনের মধ্যে গা ঘেঁষেই কোরবানির পশু কেনার প্রতিযোগিতা। কি ক্রেতা এবং বিক্রেতা, সবার একই অবস্থা ছিল। করোনা নামে যে অদেখা মরনব্যাধি একটা রয়েছে তা কেউ মনেই রাখেনি।

পাশের সুদিয়া থেকে আসা জলিল মিয়া জানান, মাস্ক পড়লে অন্যররা কথা বুঝে না তাই পকেটে রেখেছি। এ সময় পাশের কয়েকজন তড়িঘড়ি করে মাস্ক পড়তে দেখা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়