রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১১ মে ২০২২, ২২:৩০

পৌরসভাকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে : মেয়র আবুল খায়ের পাটওয়ারী

ফরিদগঞ্জ ব্যুরো
পৌরসভাকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে : মেয়র আবুল খায়ের পাটওয়ারী

ফরিদগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল হাসানের বিদায় ও নবাগত প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনের আনুষ্ঠানিক যোগদান উপলক্ষে পৌরসভার মিলনায়তনে ১১ মে বুধবার সকালে বিদায়-বরণ ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী।

এ সময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, পৌরসভাকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। মানুষ যেভাবে আমাদের নির্বাচিত করেছে, নাগরিকদের সেবা করার মধ্যদিয়ে মানুষের ঋণ শোধ করতে হবে। মানুষের সেবা করার ইচ্ছা না থাকলে এই পৌরসভায় কাজ করার প্রয়োজন আমি মনে করি না। পৌরসভার সংশ্লিষ্ট যতো প্রতিষ্ঠান আছে, নিয়ম মোতাবেক সকল দপ্তরের কর্মকর্তার দায়িত্ব অনুযায়ী তদারকি করতে হবে। যেভাবে কাজ করলে মানুষ চিরদিন মনে রাখবে। সেইভাবে সকলে মনোযোগ দিয়ে কাজ করলে একদিন ঠিকই এ পৌরসভাটি দেশের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পাবে বলে আমি মনে করি। আলোচনা শেষে বিদায়ী প্রকৌশলী কামরুল হাসানের প্রশংসা করে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সময় সদ্য যোগদানকৃত প্রকৌশলী দেলোয়ার হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্যদিয়ে বরণ করে নেয়া হয়।

উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ আব্দুল মান্নান পরান, পৌরসভার কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন, প্রকৌশলী কামরুল হাসান, কাউন্সিলর জাকির হোসেন গাজী, মোহাম্মদ হোসেন,জাহিদ হোসেন বাবুল পাটওয়ারী,মাজহারুল ইসলাম মিরন, জাহিদুল ইসলাম শোভন, সাবেক ছাত্রনেতা রবিউল ইসলামসহ পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়