প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ২১:২৮
কচুয়ায় ভিজিএফ’র চাল পেল ২শ’ পরিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফ’র চাল পেল কচুয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের ২শ’টি পরিবার।
|আরো খবর
আজ ১৮ জুলাই রোববার দুপুরে পৌরসভার করইশ গ্রামে এ ঈদ উপহার চাল বিতরণ করেন ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের রুমি। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটাসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের হতদরিদ্র মানুষের ঈদ উল আজহার উৎসবের কথা বিবেচনা করে ঈদ উপহার দেয়ার উদ্যোগ নিয়েছেন। ওই উদ্যোগের ধারাবাহিকতায় কচুয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে কয়েক হাজার হতদরিদ্র পরিবারকে এ উপহারের আওতায় আনা হয়।