শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২২, ১৭:১০

ফরিদগঞ্জে বৈশাখী মেলা

শামীম হাসান
ফরিদগঞ্জে  বৈশাখী মেলা

করোনাভাইরাসের মহামারিতে দুই বছর বন্ধ থাকার পর ১৪২৯ বঙ্গাব্দের দ্বিতীয় দিনে পশ্চিম পাড়া গাব্দেরগাঁও পল্লী যুবক সেবক সংঘ কালী মন্দিরের আয়োজনে ফরিদগঞ্জে চরমুঘুরা নারিকেল তলায় বসেছে বৈশাখী মেলা।

মেলাগুলোতে বাংলার ঐতিহ্যবাহী মৎশিল্পের হরেক রকমের জিনিস পত্র,বাচ্চাদের হাড়ি-পাতিল, বিভিন্ন রকমের মাটির টেপা পুতুল, বাঁশ ও বেতের তৈরি নানা পণ্যেরের পাশাপাশি মিষ্টান্ন, দধি ও মৌসুমি ফল তরমুজ পসরা সাজিয়েছেন বিক্রেতারা।

রমজানের কারনে অন্যান্য বছরের তুলনায় দর্শণার্থীদের সংখ্যা তুলনামূলক কম হলেও সকাল থেকেই মেলায় ছোট থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মেলায় হরেক রকমের জিনিস বিক্রি করতে আসা দোকানিদের সাথে কথা বললে তারা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার মেলায় বেচাকেনা কম হলেও ২ বছর পর যে মেলা বসছে তাতেই তারা খুশি, কারন মেলা উপলক্ষে তাদের ক্রয়-বিক্রির পাশাপাশি এটি তাদের প্রাণের উৎসবে পরিণত হয়েছে। সব সময় গ্রামীণ ঐতিহ্য বহন করা মেলা চলুক।

মেলার পাশেই বট বৃক্ষের নিচে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের পূজা করছেন।

স্থানীয় সচেতন মহল জানান, একসময় বেশ বর্ণিল ভাবে আরো বৃহৎ পরিসরে মেলাটির আয়োজন হলেও কালের পরিবর্তনে ক্রমশ ছোট হয়ে আসছে মেলার পরিধি। তাদের দাবি স্থানীয় প্রশাসন বিষয়টির প্রতি নজরদারি বাড়িয়ে বাঙালির ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ভূমিকা রাখবেন।

মেলা কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা জানান, অতীতের তুলনায় ক্ষুদ্র পরিসরে হলো শান্তি শৃঙ্খলাভাবে মেলা আয়োজনে আমরা আমাদের সকল প্রস্তুতি গ্রহন করেছি এবং মেলা শেষ হও পর্যন্ত পুরো মেলা প্রাঙ্গন ও মেলার সার্বিক বিষয়গুলোর প্রতিনিয়ত মনিটরিং করছি আমরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়