প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ১৯:৪৬
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
ফরিদগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আ: মতিন বতু (৬৫) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।
|আরো খবর
আজ ১৬ জুলাই শুক্রবার উপজেলার মদিনা বাজার-তুলাতলি সড়কে এ দুর্ঘটনা ঘটে। ৩ মেয়ে ও ১ ছেলের জনক নিহত ব্যবসায়ী আ: মতিন বতু উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্ণি দুর্গাপুর গ্রামের মৃত আলিফ খাঁর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বাচ্চু জানান, শুক্রবার দুপুরে উপজেলার গৃদকালিন্দিয়া বাজার থেকে অটোবাইক করে বাড়ি ফেরার পথে মদিনা বাজার-তুলাতলি সড়কের একলাশপুর এলাকায় দুর্ঘটনায় পতিত হয় গাড়ীটি। এতে ঘটনাস্থলেই আ: মতিন বতু নিহত হয়।
সংবাদ পেয়ে থানা পুলিশ গাড়ীটি উদ্ধার করেছে।