রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ১৭:০৭

হাজীগঞ্জে কোরবানী পশুর  দাম আকাশছোঁয়া ! 

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে কোরবানী পশুর  দাম আকাশছোঁয়া ! 

হাজীগঞ্জে কোরবানী পশু তথা গরু ছাগলের দাম আকাশছোঁয়া। দাম যতই আকাশছোঁয়া হাকা হউক না কেন বাজারে কিংবা গৃহস্তের কাছে এবারে প্রচুর গরু রয়েছে। মূলত: দাম বেশি হাঁকানোর কারনে এখনো জমেনি গরুর বাজার। যারা গরু কিনতে এসেছে তারা সবাই বাজারের হালহকিকত বুঝার চেষ্টা করছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জের বাকিলা বাজারে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে ঘদগেছে বছরের অন্য সময় যে গরুর দাম ১ লাখ টাকা সেই গরুর দাম এখন হাঁকা হচ্ছে দেড় লাখ কিংবা তারও বেশি। ১৫ কেজি একটি দেশি খাসির দাম হাকাঁ হচ্ছে ২২/২৫ হাজার টাকা।

জেলার প্রশিদ্ধ গরুর বাজার বাকিলা ঈদের সকাল পর্যন্ত কোরবানী পশুর বিক্রি চলমান থাকলে উপজেলার বেশ কিছু বাজারে যেমন হাজীগঞ্জ বাজার,রামপুর বাজার,চেঙ্গাতলী বাজার,বেলচোঁ বাজারে কোরবানী উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসতে শুরু করেছে।

রামপুর থেকে বাকিলা আসা শুকু মিয়া বলেন, গরুর যে দাম চাওয়া হচ্ছে মাথা ঘুরে যাবার আবস্থা। দাম আর মালে না মিললে আজ গরু কিনবো না। বাকিলা বাজারে ব্যাবসায়ী আব্দুল খালেক হাওলাদার বলেন আজ বাকিলা প্রচুর গরু উঠেছে তবে বিক্রি একেবারে কম হচ্ছে। ক্রেতারা ঘুরে ঘুরে গরুর বাজারের অবস্থা মূল্যায়ন করছে।

বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বেপারী বলেন, বাজারে পযর্যাপ্ত গরু উঠেছে। বেপারী বা খুচরা গরু বিক্রেতারা গরুর চাম বেশ চওড়া হাকাচ্ছে। তবে বাজারে প্রচুর গরু আছে দাম কমে আসবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়