প্রকাশ : ১৭ মার্চ ২০২২, ১৯:৫৩
জেলা প্রশাসন আয়োজিত জাতির জনকের ১০২ তম জন্মবার্ষিকীর আলোচনা সভা
বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হয়েছি : অন্জনা খান মজলিশ
সারাদেশের ন্যায় চাঁদপুরবাসীও নানা আয়োজনের মধ্যে দিয়ে স্মরন করছেন বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তারা উৎসবমুখর পরিবেশে উদযাপন করেন জাতির জনকের ২০২তম জন্মবার্ষিকী। জাতীয় শিশু কিশোর দিবস হিসেবেও দিনটি উদযাপিত হয়।
জন্মবার্ষিকী দিবসটি স্মরনীয় করে রাখতে জেলা আওয়ামী লীগের পাশাপাশি জেলা প্রশাসনও সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন করেন দিবসটি উদযাপনে।
চাঁদপুর জেলা প্রশাসন কতৃক আয়োজিত জাতির জনকের জন্মদিবস উপলক্ষে, সপ্তাহব্যাপী আয়োজনের প্রথম দিন গত ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায়, চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতির জনকের জন্মদিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন প্রশাসক অন্জনা খান মজলিশ।
তিনি কৃতজ্ঞ চিত্তে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই মহান নেতার মৃত্যুর পর আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির শিকার হয়েছি। সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হয়েছে জাতি৷ দেশের স্বাধীনতা অর্জনে জাতির জনকের অবদান, শিশু কিশোরদের প্রতি তার অনবদ্য ভালোবাসা, দেশ গঠনে তার যে চিন্তা চেতনা তা আমাদের প্রজন্মকে জানাতে হবে। শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি, শেখ হাসিনাকে ভালোবাসি, দেশকে ভালোবাসি বললেই হবে না, তা কাজের মাধ্যমে প্রমান করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে, মাটি কাটার বিরুদ্ধে, বালু কাটার বিরুদ্ধে, জাটকা নিধনের বিরুদ্ধে, মাদক, ইভটিজিং, সন্ত্রাষের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, প্রশাসনের স্বল্প সংখ্যক লোক দিয়ে সব কিছু সব সময় মোকাবেলা করা সম্ভব না। এজন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা। এক্ষেত্রে আপনাদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। আপনাদের জনশক্তি কাজে লাগাতে পারলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে। এজন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা।
তিনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারনে দেশে জিনিষপত্রের দাম কিছুটা বেড়েছে উল্লেখ করে বলেন, জননেত্রী শেখ হাসিনা মূল্যবৃদ্ধি প্রতিরোধে বেশ-কিছু ব্যবস্থা গ্রহন করেছেন। ১ কোটি ৪৭ জনকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, একার্ডের মাধ্যমে রোজার আগে ও পরে প্রতিজন ২ বার করে টিসিবির ডাল, তেল, চাল, পেয়াজ পাবেন। আশা করি আমরা সকলেই দ্রব্য মূল্যের উদ্ধগতির সমষ্যা থেকে উত্তরন পাবো। বঙ্গবন্ধু জাতি গঠনে ও দেশের উন্নয়নে নিরলস পরিশ্রম করে গেছেন। বর্তমানে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাও তার দেখানো পথে এগিয়ে চলছেন, দেশ আজ এগিয়ে চলছে জাতির জনকের কন্যার হাত ধরে। আমাদেরকে উন্নয়নের এই ধারাবাহিতা অব্যাহত রাখতে হবে।
আলোচনা সভায় অতিথিদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দীন আহমেদ, সাধারন সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা সিভিল সার্জন ডাঃ শাহাদাত হোসেন, ডিডি এনএসআই এবি এম আরমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা সায়স্কৃতিক জোটের সভাপতি তপন সরকার।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন মোঃ শাহাদাত হোসেন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন চাঁদপুর কন্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী।
আলোচনা শেষে জাতির জনকের ১০২ তম জন্মদিনের কেক কাটেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। পরে চাঁদপুরের শিল্পীদের পরিবেশনায় অনুষ্টিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।