প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ১১:৩২
মতলব দক্ষিণ উপজেলায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলো অন্ধ ভিক্ষুক সুমন
মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের বাসিন্দা অন্ধ ভিক্ষুক সুমন। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক অন্ধ ভিক্ষুককে ভিক্ষাবৃত্তি বন্ধ করে আশ্রয়ের জন্য নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন খিদিরপুর মৌজায় প্রধানমন্ত্রীর একটি ঘর উপহার দিয়েছেন।
অন্ধ ভিক্ষুক সুমনের স্ত্রী জানায়, ঘর পেয়েছি, ঘরের আঙ্গীনায় শাক সবজি চাষ ও হাস-মুরগী পালন করছি। আমার স্বাম ভিক্ষাবৃত্তি বন্ধ করে আমরা সুখে আছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, উপাদী উত্তর ইউনিয়নে খাস জমি বন্দোবস্ত ছিলনা বিধায় তার স্ত্রী সোনিয়া খিদিরপুরে যেতে রাজী হয়। পরে তাকে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন খিদিরপুর মৌজায় প্রধানমন্ত্রীর ঘর উপহার দেয়া হয়েছে।