শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:১২

অগ্নিকান্ডে নিঃস্ব পরিবারগুলোর পাশে চেয়ারম্যান নাছির

গোলাম মোস্তফা
অগ্নিকান্ডে নিঃস্ব পরিবারগুলোর পাশে চেয়ারম্যান নাছির

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের সুগন্ধি গ্রামের গাজী বাড়ির অগ্নিকান্ডে নিঃস্ব ও অসহায় হয়ে যাওয়া পরিবার গুলোর পাশে মানবিক সহয়তা নিয়ে পাশে দাঁড়ালেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দীন শামীম খান।

জানাযায়, গত ১১ ফেব্রুয়ারী দুপুরে বিষ্ণুপুর ইউনিয়নের সুগন্ধি গ্রামের গাজী বাড়ির জয়নাল গাজীর বসত ঘর থেকে গ্যাস সিলিন্ডারের আগুনে একই বাড়ির ৪টি পরিবারের বসত ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে পুড়ো ছাই হয়ে যায়। এই পরিবার গুলোর শুধুমাএ শরীরের পোশাক ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিলো না। নিঃস্ব ও অসহায় পরিবারগুলোর আত্ম চিকৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যায়। ওদের পাশে দাঁড়ানোর জন্য মানবতার সেবা নামক কোনো সংগঠন বা ব্যক্তি ছিলো না।

কিন্তু মানবতার সেবায় নিজেকে উৎসর্গকারী জনতার চেয়ারম্যান নামে খ্যাত উক্ত ইউনিয়ন পরিষদের দ্বিতীয় বারের মতো নির্বাচিত চেয়ারম্যান নাছির উদ্দীন খান শামীম খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং পরিবার গুলোর খোঁজ খবর নেন।

এ পরপরই তিনি ৪ পরিবার কে ২ বান্ডিল করে ৮ বান্ডিল ঢেটটিন, ১ বস্তা করে ৪ বস্তা চাল,নগদ অর্থ, প্রতিটি পরিবারের প্রতি সদস্যকে লুঙ্গী, শাড়ি, জামা,জুতাসহ বিভিন্ন বস্ত্র ক্রয় করে দেন। এমনকি প্রতিটি পরিবারের পুনরায় বসত ঘর নির্মাণে প্রয়োজনীয় উপকরণ দিয়ে ও সহায়তা প্রদান করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দুঃসময়ে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য চেয়ারম্যান নাছির উদ্দীন শামীম খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়