প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ১০:৩৭
মতলব উত্তরে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিচ্ছেন ইউএনও গাজী শরিফুল হাসান
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় লকডাউন বাস্তবায়নের ফাঁকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার শরিফুল হাসান।
|আরো খবর
স্থানীয় সোর্স দ্বারা চিহ্নিত করে মঙ্গলবার (১৩ জুলাই) কামার, কুমার, নাপিত, বর্গা চাষীদের হাতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দেন । উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন,করোনা পরিস্থিতিতে এই সাময়িক কর্মহীন সময়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসি তাহলে এই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। দেশের একজন মানুষও অনাহারে থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি রক্ষায় মতলব উত্তর উপজেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ।