শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ১৯:৫৩

হাইমচরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

মোঃ সাজ্জাদ হোসেন রনি
হাইমচরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কুমিল্লা উপকেন্দ্রের আয়োজনে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের প্রদর্শনী শেষে হাইমচরে কৃষকদের মাঝে জীবাণুসার ও উপকরণ বিতরণ করা হয়েছে। এতে কৃষকদের হাতে জীবাণুসার ও কৃষি উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে হাইমচর উপজেলা কৃষি অধিদপ্তর হলরুমে এ জীবাণুসার ও উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে উপজেলা কৃষি অধিদপ্তর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ দেলওয়ার হোসেন এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিনা উপকেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জুয়েল সরকার, অর্পিতা সেন, আপেল মাহমুদ প্রমূখ।

অতিথিবৃন্দ বলেন- দিন যতই অতিবাহিত হচ্ছে, ততই খাদ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আর এ খাদ্য চাহিদা পূরণে আমাদের উৎপাদন বাড়াতে হবে। আপনারা দেশের মূল চালিকাশক্তি। আপনাদের মাঠে উৎপাদন বৃদ্ধি হলে দেশের অর্থনৈতিক চাকা সচল ও উন্নতি লাভ করবে। উন্নত বিশ্বের সাথে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে।

তারা বলেন- কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি করতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের জীবাণুসার কৃষকদেরকে বিনামূল্যে প্রদান করছেন কৃষি অধিদপ্তর। এ সার ব্যবহারের ফলে ফসলের উৎপাদন প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পাবে।

প্রদর্শনী শেষে কৃষকদের মাঝে বিনা সয়াবিন-৩, বিনা সয়াবিন-৫ ও বিনা সয়াবিন ৬ এর বীজ বিতরণ করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়