প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ১৯:৫৩
হাইমচরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কুমিল্লা উপকেন্দ্রের আয়োজনে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের প্রদর্শনী শেষে হাইমচরে কৃষকদের মাঝে জীবাণুসার ও উপকরণ বিতরণ করা হয়েছে। এতে কৃষকদের হাতে জীবাণুসার ও কৃষি উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।
|আরো খবর
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে হাইমচর উপজেলা কৃষি অধিদপ্তর হলরুমে এ জীবাণুসার ও উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে উপজেলা কৃষি অধিদপ্তর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ দেলওয়ার হোসেন এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিনা উপকেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জুয়েল সরকার, অর্পিতা সেন, আপেল মাহমুদ প্রমূখ।
অতিথিবৃন্দ বলেন- দিন যতই অতিবাহিত হচ্ছে, ততই খাদ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আর এ খাদ্য চাহিদা পূরণে আমাদের উৎপাদন বাড়াতে হবে। আপনারা দেশের মূল চালিকাশক্তি। আপনাদের মাঠে উৎপাদন বৃদ্ধি হলে দেশের অর্থনৈতিক চাকা সচল ও উন্নতি লাভ করবে। উন্নত বিশ্বের সাথে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে।
তারা বলেন- কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি করতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের জীবাণুসার কৃষকদেরকে বিনামূল্যে প্রদান করছেন কৃষি অধিদপ্তর। এ সার ব্যবহারের ফলে ফসলের উৎপাদন প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পাবে।
প্রদর্শনী শেষে কৃষকদের মাঝে বিনা সয়াবিন-৩, বিনা সয়াবিন-৫ ও বিনা সয়াবিন ৬ এর বীজ বিতরণ করেন অতিথিবৃন্দ।