প্রকাশ : ১০ জুলাই ২০২১, ২০:৫০
মতলবে ৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও বিনা কারণে ঘুরাফেরার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ ব্যক্তি/প্রতিষ্ঠানকে ৫’শত টাকা জরিমানা করেছেন। শনিবার উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান অভিযান পরিচালনা করেন।
|আরো খবর
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, শনিবার মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালিত করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব মতলব দক্ষিণ) গাজী শরিফুল হাসান । এ সময় ৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৫’শত টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, করোনা মহামারী আকার ধারন করতে না পারে তার জন্য সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আমরা সর্বদা মাঠে আছি। কোভিড-১৯ প্রতিরোধে সবাই বিধিনিষেধ মানতে হবে। সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন।