রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ১৫:২০

চাঁদপুর শহর রক্ষাবাঁধে হঠাৎ ধ্বস

আতঙ্কে হাজারো পরিবার

বাদল মজুমদার
চাঁদপুর শহর রক্ষাবাঁধে হঠাৎ ধ্বস

চাঁদপুর শহর রক্ষা বাঁধের বেশ কিছু এলাকার সিসি ব্লক হঠাৎ করে মেঘনা নদীতে ধ্বসে পড়েছে। আর এতে করে আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা।

২ জানুয়ারি রবিবার সকালে শহরের টিলাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার খবর শুনে আশপাশের মানুষ দিগ্বিদিক ছুটাছুটি করতে দেখা যায়।

স্থানীয় আলমগীর, রফিক, জহির উল্লাহসহ কজন জানান, সকালে হঠাৎ করে ব্লক দেবে যাচ্ছে বলে মানুষ ছুটাছুটি শুরু করে। প্রায় একশ মিটার এলাকার সিসি ব্লক নদীতে বিলীন হয়ে গেছে। সিসি ব্লক ধসে পড়ায় ফাটল দেখা দিয়েছে।

তবে আরো এলাকা ভাঙতে পারে। ফাটল স্থানের আশপাশে প্রায় হাজারো পরিবারের লোকজন বসবাস করে। সবাই আতঙ্কে রয়েছে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, আমরা সকাল থেকেই কাজ করছি। ভাঙন ও ফাটলের কারনে প্রায় ৮০ মিঃ এলাকা ঝুঁকিপূর্ণ। তবে শীঘ্রই ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়