শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২০

আইইবির নির্বাচনে প্রকৌঃ মোহাম্মদ হোসাইন সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত

কামরুজ্জামান টুটুল
আইইবির নির্বাচনে প্রকৌঃ মোহাম্মদ হোসাইন সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত

হাজীগঞ্জের কৃতী সন্তান ও সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন আইইবির (ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিশন বাংলাদেশ) নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উক্ত নির্বাচন সম্পন্ন হয়। জানা যায়, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন মোট ৩৭৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রকৌশলী আমিনুর রশিদ মাসুদ পেয়েছেন ৫৬৪ ভোট। নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। প্রকৌশলী মোহাম্মদ হোসাইন সবুর-মনজু প্যানেল হতে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বর্তমানে আইইবির ভাইস প্রেসিডেন্ট পদে আসীন রয়েছেন। নির্বাচনে সবুর-মন্জু প্যানেলে প্রকৌশলী আব্দুস সবুর প্রেসিডেন্ট এবং মন্জুরুল হক মন্জু সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিতসহ পূর্ণ প্যানেল নির্বাচিত হয়।

প্রকৌশলী মোহাম্মদ হোসাইন হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সন্তান। তিনি এলাকায় একজন দানবীর হিসেবে পরিচিত। দুই সন্তানের জনক মোহাম্মদ হোসাইনের স্ত্রী ট্রাস্ট ব্যাংকের সিনিয়র কর্মকর্তা হিসেবে চাকুরি করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়