শুধু চাঁদপুরের নয়, বাংলাদেশের অন্যতম খ্যাতিমান কবি ও গীতিকার মুখলেসুর রহমান মুকুল। তিনি স্বাধীনতোত্তর চাঁদপুরে ললিতকলা নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রাখেন। চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে আজ থেকে ৫ বছর আগেও যাঁর অনিবার্যতা ছিল উল্লেখযোগ্য, দুর্ভাগ্যজনকভাবে শারীরিক অসুস্থতায় তাঁর দুঃখজনক অনুপস্থিতি তাঁকে নিয়ে গেছে সাধারণ্যের বাইরে দৃষ্টির আড়ালে। কিন্তু কোনোভাবেই ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না তাঁর অবদান। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ তাঁর বাসভবনে গেলে তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠকে তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন।