রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে বিভিন্ন মামলার ১১ আসামী আটক
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে ৯ জন নন-জিআর, একজন সিআর ও একজন নিয়মিত মামলার আসামীসহ মোট ১১ জনকে আটক করেছে। গতকাল ১৬ নভেম্বর মঙ্গলবার তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

থানা পুলিশ সূত্র জানায়, সোমবার ১৫ নভেম্বর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে থানা পুলিশ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ রুস্তমপুর গ্রাম থেকে নন-জিআর-৩৩/২১-এর মা, দুই মেয়েসহ একই পরিবারের ৫ জন যথাক্রমে নাজমা আক্তার (৪৫), পিতা-মৃত লুৎফুর রহমান; শিলা আক্তার (১৮) পিতা-সিরাজুল ইসলাম; আনোয়ারা বেগম (৫৫), স্বামী-মৃত লুৎফুর রহমান; বিউটি বেগম (৩৫) পিতা-মৃত লুৎফুর রহমান; মোঃ শান্ত (২০), পিতা-সিরাজুল ইসলামকে আটক করে।

ওই রাতেই সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর এলাকা থেকে নন-জিআর-১৩/১৮-এর ৪ জন আসামী যথাক্রমে মোঃ সোহাগ হোসেন, পিতা-আবুল কালাম; আলমগীর হোসেন, পিতা-বজা মোল্লা; আবুল হোসেন, পিতা-মৃত আবদুল মজিদ; সবুজ হোসেন, পিতা-আবুল হোসেনকে আটক করে।

এছাড়া ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর গ্রাম থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ কাউছার, পিতা-মোঃ বিল্লাল হোসেনকে এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম গজারিয়া থেকে নিয়মিত মামলার আসামী এমরান, পিতা-তাহেরকে আটক করা হয়।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন জানান, বর্তমানে পুলিশের বিশেষ অভিযান চলছে। মঙ্গলবার বিভিন্ন মামলার ১১ জন আসামীকে আটক করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়