প্রকাশ : ১৭ নভেম্বর ২০২১, ০০:০০
কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আঃ হান্নান মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকা-ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামে স্থানীয়দের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, সাজেদা বেগম, কাউছার আহম্মেদ চৌধুরী, আলমাছ চৌধুরী ও রুবেল।
বক্তারা দাবি করেন, ইউপি সদস্য আঃ হান্নান ও তার সহযোগী রাকিবুল হাসান রাকিব তাদের সহযোগীদের নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসা করে আসছে। এ সকল আপত্তিজনক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ৩০ অক্টোবর (শনিবার) রাতে সহদেবপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে, কচুয়া বাজারের ব্যবসায়ী রুবেল হোসেনকে হান্নান ও রাকিব গং মারধর করে।
এ ঘটনায় রুবেল বাদী হয়ে ইউপি সদস্য আঃ হান্নানসহ ৭ জনকে বিবাদী করে চাঁদপুরের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। এ মামলা প্রত্যাহারের জন্যে ইউপি সদস্য আঃ হান্নান বাদী রুবেলকে বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। দ্রুত সকল অনৈতিক কর্মকাণ্ড বন্ধসহ হান্নান ও রাকিব গংয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বিক্ষোভকারীরা।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আঃ হান্নান বলেন, ৩০ অক্টোবর রুবেলকে মারধরের কোনো ঘটনাই ঘটেনি। আমি মাদকসহ কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত নই। উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মহল আমার মানসম্মান ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন বলেন, এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।