প্রকাশ : ১৪ নভেম্বর ২০২১, ০০:০০
হাইমচর উপজেলার ৫নং হাইমচর ইউনিয়নে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় হাইমচর থানা পুলিশের আয়োজনে হাইমচর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান শাহাদাত সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা।
তিনি তাঁর বক্তব্যে বলেন, পুলিশ ইচ্ছে করলেই পুলিশ একার পক্ষে সমাজের অপরাধগুলো দমন করতে পারবে না। অপরাধমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, চরাঞ্চলে গরু চুরিসহ যে সকল অপরাধ সংঘটিত হয়ে থাকে সে ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত করার লক্ষ্যে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি। এ ইউনিয়নে যাতে আইন-শৃঙ্খলা বজায় থাকে সেদিকে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। যাতে করে জনগণ আরো দ্রুত সময় যে কোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়। সকল ধরনের আইনি সেবা পেতে হাইমচর থানার দরজা সবসময় খোলা থাকবে। আপনারা কোনো সংকোচ না রেখে যে কোনো আইনি সেবা পেতে আমার কাছে চলে আসবেন। আমি আইনি সেবা নিয়ে আপনাদের পাশে আছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) সুভ্রত কুমার সরকার ও স্থানীয় সমাজসেবক আব্দুল হক মোল্লা। উপস্থিত ছিলেন এসআই আবুল কালাম, সঞ্জিত কুমার, এএসআই প্রাণকৃষ্ণ, ইউপি সদস্য রায়হানসহ ইউপি সদস্য ও রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।