প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে ৯ নভেম্বর সোমবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ূম খানের সভাপ্রধানে এবং দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার ও সিনিয়র শিক্ষক ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ, সহ-সভাপতি ও সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল, সহ-সভাপতি ও নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, সহ-সভাপতি ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ উল্লাহ, লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, ছেঙ্গারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বেনজীর আহমেদ, ফরাজীকান্দি আল ওয়েসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আতাউল করিম মুজাহিদ, বদরপুর আদমিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, নেদায়ে ইসলাম মহিলা মাদরাসার অধ্যক্ষ সহিদ উল্লাহ, লবাইরকান্দি আল-আমিন আলিম মাদরাসার অধ্যক্ষ ওয়ালী উল্লাহ সরকার, কালীপুর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এনামুল হক, ধনাগোদা তালতলী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম, এখলাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জয়পুর-জহিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মোঃ শাহ্ আলম, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোহন, নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোয়ার হোসেন, দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, বাগানবাড়ি আইডিয়েল একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ।