রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ০০:০০

আমি একজন ভালো ক্রিকেটার হতে চাই
অনলাইন ডেস্ক

ক্রিকেটের সাথে অনেকদিন ধরে জড়িত। নিয়মিত অনুশীলনের জন্য মাঠে আসে প্রতিদিনই। খেলাধুলার ব্যাপারে বাসা থেকেও উৎসাহ দেয়া হয়। আর নিজের স্বপ্ন-একজন ভালো ক্রিকেটার হওয়া। বর্তমানে ক্লেমন ক্রিকেট একাডেমিতে অনুশীলনে আছে। এই একাডেমীর মাধ্যমে একজন ভালো ক্রিকেটার হয়ে আগামীতে জেলা, বিভাগ ও জাতীয় দলে খেলতে চায়। সে হচ্ছে চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির খুদে ক্রিকেটার মাহি। তার বাবার নাম সুফিয়ান হাওলাদার, মায়ের নাম রাবেয়া আক্তার। এক ভাই এক বোনের মধ্যে সে বড়। বর্তমানে সে চাঁদপুর আল-আমিন একাডেমিতে ৭ম শ্রেণীতে পড়াশোনা করছে।

ক্রীড়াকণ্ঠের প্রতিবেদকের সাথে আলাপকালে সে বলে, ক্রিকেট অনেকদিন ধরেই খেলছি। বর্তমানে ক্লেমন ক্রিকেট একাডেমির অনুশীলনগুলো ঠিকমতো চালিয়ে যাচ্ছি। আমাদের একাডেমীতে যে সমস্ত কোচ রয়েছেন তারা সকলেই অনেক আন্তরিক। খেলাধুলার ব্যাপারে প্রতিদিনই ক্রিকেটের নতুন নতুন বেসিকসহ বিভিন্ন নতুন কৌশল শিখিয়ে দিচ্ছেন তারা আমাদেরকে। ইতিমধ্যে মাহি বয়সভিত্তিক ১৪ দলে খেলেছেন। ডান হাতে তিনি ব্যাটিং ও বোলিং করেন। বাংলাদেশে তার প্রিয় খেলোয়াড় মাহমুদুল্লাহ আর বিদেশী খেলোয়াড় এমএস ধোনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়