রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২১, ০০:০০

আল-ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও অভিভাবক সমাবেশ
ফরহাদ চৌধুরী ॥

কচুয়া পৌরসভার আল-ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ট্রাস্ট কচুয়া শাখার সেক্রেটারী জেনারেল ও ঢাকা চেম্বার অব কমার্সের পরিচালক এমএ রশিদ শাহ স¤্রাট। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও ইসলামী ট্রাস্ট কচুয়া শাখার সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম আব্বাসীর সভাপ্রধানে ও সহকারী মাওলানা মোশারেফ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন আল-ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসার সুপার মাওলানা আবদুল হাই, সাবেক সহ-সুপার মোস্তফা কামাল, ইসলামী ট্রাস্ট কচুয়া শাখার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, নিশ্চিন্তপুর মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামান, আল-ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোজাহের হোসেন, অভিভাবক গাজী ইয়াসিন, সমাজসেবক আবদুল ওয়াদুদ মজুমদার, ছিদ্দিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বিদায়ী ছাত্র মোহাম্মদ মাছুম ও অধ্যয়নরত ছাত্র বায়েজিদ হোসেন। আলোচনা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা নূরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে মূল্যবান কিতাব বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়