প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ০০:০০
কেউ তো আমায় গ্রহণ করেনি, পৃথা
অর্থ এখানে মানুষের মাপকাঠি
যদি বা এসব শব্দাপচয় বৃথা
জেনে রাখো তবু সঙ্গত সঙ্গাটি।
ধরে নাও কেউ ¯্রষ্টার মতো একা
চ-ীদাসের বড়শি যখন জলে
পেয়ে যেতে পারো ভিসুভিয়াসের দেখা
চোখ রাখো যদি আগুনের কোলাহলে।
যাবতীয় ঋণ একদিন যাবে চুকে
অন্ধ প্রেমিক চেনে না- কৃষ্ণচূড়া
অথচ প্রতিটি কয়েদীর হাসিমুখে
রেখেছি তোমার দৃষ্টির তানপুরা।
নাম ধরে ডাকো জিকিরের জবানিতে
থেকে যেতে পারি; মৃত্যু যখন রাজি
প্রশ্ন পাঠাবো আগামীর কোনো শীতে
ছুতে চাও যদি আঙুলের কারসাজি।
* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ই-মেইল