প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা, হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে চাঁদপুরের শিশুনাট্য সংগঠন শিশু থিয়েটার। গত ২০ সেপ্টেম্বর সোমবার চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাধন সরকারসহ বিভিন্ন সংস্কৃতিসেবীগণ।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি পিএম বিল্লালের সভাপতিত্বে অত্যন্ত মনোরম পরিবেশে প্রতিযোগিতা সম্পন্ন হয়। পরে পুরস্কার বিতরণ করা হয়।