প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
মহামারী করোনার কারণে সৃষ্ট অসহায়ত্ব মোকাবেলায় চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের উদ্যোগে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার ২১ সেপ্টেম্বর চাঁদপুর শহরের জামতলায় হালিমাতুস্ সাদিয়া মহিলা মাদ্রাসায় এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি রোটাঃ মাহমুদা খানম, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার, মিতু আক্তার, সেক্রেটারী ডালিয়া খানম, মার্জিয়া রুহী ও সদস্য রুবিনা মরিয়ম।
ক্লাব সভাপতি বলেন, আমরা ক্লাবের সদস্যরা মাদ্রাসার ছাত্রীদের সাথে সময় কাটাতে এ আয়োজন করেছি। আমরা সব সময় কোনো না কোনো মাদ্রাসায় এ আয়োজন করি এবং ভবিষ্যতেও করবো।
এদিন ক্লাবের পক্ষ থেকে ক্লাব সদস্যদের পরিবারের কল্যাণ কামনা এবং মৃত আত্মীয় স্বজনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।