প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
পুরাণবাজার মাস্টার প্রিন্টার্সের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ভূঁইয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর চাঁদপুর সদর উপজেলার বাগাদী ভূঁইয়া বাড়ি মসজিদ প্রাঙ্গণে বেলা ১২টায় তাঁর কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ। এর আগে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সবশেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়ার দুই ছেলে শুভ ও সাজ্জাদ ভূঁইয়াকে সান্ত্বনা দেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া গত ১৮ সেপ্টেম্বর শনিবার বিকেল সোয়া চারটায় ঢাকাস্থ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, ভাই-বোনসহ আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
উল্লেখ্য, শাহজাহান ভূঁইয়া ছিলেন মৃত আব্দুল হাকিম ভূঁইয়ার জ্যেষ্ঠ পুত্র এবং ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ মান্নান মনা খাঁর বড় ভাগ্নে। কিছুদিন আগে তাঁর মেজো ভাই সেলিম ভূঁইয়া মৃত্যুবরণ করেন। তার আগে মারা যান আরেক ভাই চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার মনিরুজ্জামান বাচ্চু। চার ভাইয়ের মধ্যে তিনজন অকালে চলে গেলেন। এখন বেঁচে আছেন ছোট ভাই আলহাজ্ব হারুন ভূঁইয়া।