প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
মতলবে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ধানকাটা সহজীকরণের উদ্দেশ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে চারটি রিপার মেশিন হস্তান্তর করা হয়েছে। নায়েরগাঁও উত্তর, খাদেরগাঁও, উপাদী উত্তর ও উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের নিকট এ রিপার মেশিন হস্তান্তর করা হয়।
উপস্থিত ছিলেন ইউএনও ফাহমিদা হক, উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, উপজেলা ইঞ্জিনিয়ার, কৃষি সম্প্রসারণ অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, মোফাজ্জল হোসেন ও সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসারগণ।
এ সময় উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানম বলেন, ধান কাটার মৌসুমে তীব্র শ্রমিক সঙ্কটের কারণে এবং শ্রমিক মজুরি বেশি হওয়ায় গরিব কৃষক পাকা ধান নিয়ে বিপাকে পড়ে। এই সমস্যা সমাধানের জন্যে উপজেলা পরিষদের স্থায়ী কমিটি কৃষি ও সেচের পক্ষে চারটি ধান কাটার মেশিন কেনার প্রস্তাবনা দেয়। কৃষকদের সমস্যা অনুধাবন করে সমাধানের লক্ষ্যে এডিপির আওতায় চারটি রিপার যন্ত্র ক্রয় করা হয়। এই মেশিন ব্যবহার করে এক লিটার অকটেনে এক একর জমির ধান একজন মানুষই কাটতে পারবে। এতে করে শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরি থেকে রেহাই পাবে কৃষক। এই মেশিনগুলো সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের নিকট থাকবে। সার্বিক মনিটরিংয়ে থাকবেন সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসারগণ। অগ্রাধিকার ভিত্তিতে গরিব, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ মেশিন ব্যবহারের সুযোগ পাবেন।