শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

গ্যাসের জন্যে আর অপেক্ষা নয়, চাঁদপুরে যাত্রা শুরু করলো টিএফটি গ্যাস সল্যুয়েশন
গোলাম মোস্তফা ॥

গ্যাসের জন্য হাহাকার। গ্যাস সংযোগের জন্য বছরের পর বছর অপেক্ষা করেও পাচ্ছে না বহুতল ভবনের বাসিন্দারা। কিন্তু এখন আর সেই গ্যাস সংযোগের জন্যে গ্রাহকদের অপেক্ষা করতে হবে না। সংযোগ গ্যাসের চেয়ে কম খরচে গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগ সেবা দিতে চাঁদপুরে যাত্রা শুরু করলো টিএফটি গ্যাস সল্যুয়েশন কোম্পানী।

গতকাল ২০ সেপ্টেম্বর সোমবার চাঁদপুর পৌরসভার ভবনের পাশে পৌর মার্কেটের নীচতলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কোম্পানী চাঁদপুরে আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগ সেবা দিতে কাজ শুরু করেছে।

গতকাল ২০ সেপ্টেম্বর সোমবার বিকেলে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএফটি গ্যাস সল্যুয়েশন কোম্পানীর সিইও মোঃ হারুনুর রশীদ, মোঃ কবির হোসেন পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাইফুল ইসলাম সুমনসহ মার্কেট কমিটির সদস্যগণ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কোম্পানীর পক্ষ থেকে জানানো হয়, একজন গ্রাহক গ্যাস সংযোগ সেবা নিতে যে পরিমাণ হয়রানি এবং অর্থ ব্যয় হতো, এই মাধ্যমে তার বিন্দু পরিমাণও হয়রানি নেই এবং ব্যয়ও অনেক কম।

প্রতি গ্রাহক বা বহুতল ভবনে আবাসিক/বাণিজ্যিক যে কোনো সংযোগে নিরবচ্ছিন্নভাবে সিলিন্ডার পদ্ধতিতে গ্রাহক ২৪ ঘন্টা এই সেবা পাবেন। শুধু তাই নয়, প্রতি গ্রাহক এই গ্যাস সংযোগের কারণে তিনি যতটুকু গ্যাস ব্যবহার করবেন সে পরিমাণ বিল পরিশোধ করবেন। সর্বোপরি এই সংযোগের মাধ্যমে গ্রাহক নিরাপদ ও কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়