শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

শাহতলীতে পাওনা টাকা পরিশোধ নিয়ে টালবাহানা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর সদর উপজেলার শাহতলীতে পাওনা টাকা পরিশোধ নিয়ে টালবাহানা করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে একাধিক সালিসও হয়েছে।

জানা যায়, চাঁদপুর সদর উপজেলার হামানকর্দ্দি গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মুকবুল হোসেন তপাদার মতলব উত্তরের ফতেপুর রাঢ়ীকান্দীর বাসিন্দা, বর্তমানে শাহতলী বাজারের সাবেক ব্যাংক রোডে বসবাসকারী মোক্তার হোসেনের নিকট হতে ১২ লাখ ৭০ হাজার টাকা পান। এ নিয়ে কয়েকবার সালিসে টাকা দেয়ার সময় নির্ধারণ করা হয়। কিন্তু নির্ধারিত সময়ে মোক্তার হোসেন টাকা না দিয়ে টালবাহানা করতে থাকে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পুনরায় সালিসে বসেন। মোক্তার হোসেন ৭ সেপ্টেম্বর ১২ লাখ ৭০ হাজার টাকার চেক আলহাজ্ব মুকবুল হোসেন তপাদারের নামে প্রদান করেন। কিন্তু একাউন্টে টাকা না থাকায় পরদিন ৮ সেপ্টেম্বর চেকটি ব্যাংক থেকে ডিজঅনার করা হয়।

এ নিয়ে মোক্তার হোসেনকে বিষয়টি জানানো হলে তিনি বিষয়টি নিয়ে সমাধান করা হবে বলে আর কোনো যোগাযোগ করেননি। টাকা না পেয়ে মুকবুল হোসেন তপাদার হতাশায় ভুগছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়