প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর উপদেষ্টা ও সাবেক সিনিয়র সভাপতি লায়ন মোঃ মোস্তাক হায়দার চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর নেতৃবৃন্দ। ১৮ সেপ্টেম্বর শুক্রবার লায়ন মোস্তাক হায়দার চৌধুরীর ঢাকার বাসায় তাঁকে দেখতে যান ক্লাবের নেতৃবৃন্দ। কমিটির সদস্যরা ক্লাবের উপদেষ্টা মোস্তাক হায়দার চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। ক্লাবের সভাপতি লায়ন মোঃ মফিজুল ইসলাম খান সেলিম ও সাধারণ সম্পাদক লায়ন আরমান চৌধুরী (রবিন), প্রধান সমন্বয়কারী লায়ন জাকির হোসেন, আইপিপি লায়ন জিকরুল আহসান, যুগ্ম কোষাধ্যক্ষ লায়ন গোলাম হোসেন টিটুসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দকে একসাথে কাছে পেয়ে মোস্তাক হায়দার চৌধুরী আবেগাপ্লুত হয়ে যান। তিনি উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে ক্লাবের সকল সদস্য মোস্তাক হায়দার চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করেন।