শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের বর্ধিত সভা
স্টাফ রিপোর্টার ॥

আসন্ন শারদীয় দুর্গোৎসব যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে চাঁদপুর শহরস্থ শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পূজা উদ্‌যাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।

উদ্‌যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রোটাঃ গোপাল সাহার উপস্থাপনায় জেলা পূজা উদ্‌যাপন পরিষদ ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পূজা পরিষদ নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক অজয় কুমার ভৌমিক, অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, রাধা গোবিন্দ গোপ, অজিত সাহা, ডাঃ পরেশ চন্দ্র পাল, বিমল চৌধুরী, সুশীল চন্দ্র সাহা, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, হিতেশ শর্মা, লিটন চন্দ্র দাস, রঞ্জিত সাহা মুন্না, কার্তিক সরকার, নির্মল চন্দ্র পাল, অ্যাডঃ শীতল ঘোষ, চন্দ্রনাথ ঘোষ চন্দন, দুলাল চন্দ্র দাস, জয়রাম রায়, জুয়েল কান্তি নন্দু, ডাঃ ফণী ভূষণ মজুমদার তাফু, কিশোর কুমার ঘোষ, চন্দন কুমার সাহা, বিবেক লাল মজুমদার, শ্যামল চন্দ্র দাস, সুজন দাস প্রমুখ।

সভার শুরুতে শ্রীশ্রী চণ্ডী থেকে পাঠ করেন কল্পনা রাণী সরকার। সভায় বিগতদিনে যারা করোনায় মৃত্যুবরণ করেছেন তাদের সকলের আত্মার শান্তি ও সকলের সুস্থতা কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি শারদীয় দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা প্রদানপূর্বক বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে আমরা আমাদের অনেক প্রিয় মানুষকে হারিয়েছি, করোনাকে আমরা এখনো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে পরিনি। সরকার তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট কার্যকর ভূমিকা পালন করছে। আমরা সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। আগামী ১১ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। আমরা দেবী আরাধনায় যতটুকু প্রয়োজন, সেই প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে পূজা সম্পন্ন করতে চেষ্টা করবো। উৎসবে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখবো। কোনো অবস্থাতেই যাতে অন্য কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। জেলা সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ পূজা উপলক্ষে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে চলা এবং পূজা শেষ হওয়ার আগ পর্যন্ত স্ব-স্ব পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। তিনি বর্ধিত সভায় সকলের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, আপনাদের সকলের সহযোগিতাই আমরা শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করেতে পারবো। তিনি সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়