প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, চাঁদপুর শহরের বিশিষ্ট মুদ্রণ ও প্যাকেজিং ব্যবসায়ী পুরাণবাজার মাস্টার প্রিন্টার্সের পরিচালক মোঃ শাহজাহান ভূঁইয়া আর বেঁচে নেই। তিনি টানা পঁচিশ দিন গুরুতর অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১৮ সেপ্টেম্বর শনিবার বিকেল সোয়া চারটার সময় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এ মৃত্যুর খবরটি নিশ্চিত করেন মরহুমের ছোট ছেলে সাজ্জাদ ভূঁইয়া।
মৃত্যুকালে মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়ার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, ভাই-বোনসহ অনেক আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
ঢাকা থেকে শাহজাহান ভূঁইয়ার মৃতদেহ চাঁদপুর আনা হলে আজ রোববার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে জানাজা শেষে দাফন করা হবে।
উল্লেখ্য, শাহজাহান ভূঁইয়া ছিলেন মৃত আব্দুল হাকিম ভূঁইয়ার জ্যেষ্ঠ পুত্র এবং ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ মান্নান মনা খাঁর বড় ভাগ্নে।
কিছুদিন আগে তার মেজো ভাই সেলিম ভূঁইয়া মৃত্যুবরণ করেন। তার আগে মারা যান আরেক ভাই চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার মনিরুজ্জামান বাচ্চু। চার ভাইয়ের মধ্যে তিনজন চলে গেলেন। এখন বেঁচে আছেন ছোট ভাই আলহাজ্ব হারুন ভূঁইয়া।