প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
পুলিশ মেঘনা নদীতে অভিযান চালিয়ে ‘আল্লাহর দান’ নামক একটি মালবাহী ট্রলার থেকে চার বস্তা অবৈধ চায়না চাঁই জাল জব্দ করেছে।
শনিবার বিকেলে নরসিংহপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নদীতে অভিযান পরিচালনা করে এই অবৈধ চায়না চাঁইগুলো জব্দ করতে সক্ষম হন।
নৌ পুলিশ জানায়, ঢাকা থেকে মালবাহী ওই ট্রলারে করে অন্যান্য মালামালের সাথে চায়না চাঁইগুলো বরিশালে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ চাঁইগুলো জব্দ করা হয়।
পরে নৌ পুলিশ সুপারের নির্দেশে ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এই অবৈধ চায়না চাঁইগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।