প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
সাবেক ফুটবলার ও ফুটবল কোচ এবং চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সাংগঠনিক সম্পাদক বোরহান খানের ছোটমেয়ের জামাই ইশতিয়াকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর সোনালী অতীত ক্লাব। ইশতিয়াক কবির শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইশতিয়াক কবিরের সাথে জেরিন খান ভুবনের বিয়ে হয় ২০১৯ সালের ২৭ নভেম্বর।
ইশতিয়াক কবির সপ্তাহ খানেক আগে মোটরসাইকেলে অ্যাকসিডেন্ট করে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়।
এক শোকবার্তায় চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সভাপতি ও সাবেক ফুটবলার মনোয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, ফুটবল কোচ আনোয়ার হোসেন মানিক ও জাহাঙ্গীর গাজীসহ ক্লাবের সকল কর্মকর্তা শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।