প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে মোঃ সোলাইমান মজুমদার লিটন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১৮ সেপ্টেম্বর খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ থানার এসআই মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সোলাইমান মজুমদার লিটনকে আটক করা হয়েছে। তার সাথে ২৪ বোতল বিয়ার ক্যান (ইঊখএওঅঘ ইঊঊজ নষধপশ ফবারষ) পাওয়া যায়। তার বাড়ি কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের শিলাস্থান মজুমদার বাড়ি।
এসআই হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ৩৬ (১) ধারা ২৪ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ-২০১৮ আইনে মামলা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।