শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

শাহ্তলী জিলানী চিশতী উবির ঊর্ধ্বমুখী ভবনের উদ্বোধন
অনলাইন ডেস্ক

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সহযোগিতায় ও চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের এটি আহমেদ হোসাইন রুশদী একাডেমিক ভবনের নতুন ঊর্ধ্বমুখী ভবনের (২য় থেকে ৪র্থ তলা পর্যন্ত) শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় অনুষ্ঠানের শুরুতে নতুন একাডেমিক ঊর্ধ্বমুখী ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। উদ্বোধন শেষে মোনাজাত ও দোয়া করেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন।

উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, আজকের দিনটি মাইলফলক হয়ে থাকবে। শোকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের কাছে। স্মরণ করছি এটি আহমেদ হোসাইন রুশদী সাহেবকে, যিনি ১৯৬৪ সালে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির প্রতি। শিক্ষামন্ত্রীর হাতের ছোঁয়ায় এ এলাকায় উন্নয়নের হাওয়া বইছে। আমরা তাঁকে কলেজ ও স্কুলে ভবন উদ্বোধনের সময় সংবর্ধনা দিয়েছি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক আলেয়া চৌধুরী, প্রভাষক জহিরুল ইসলাম মুরাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ফজলুল করিম খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড ইউপি মেম্বার মোঃ সফিক কারী, ইউপি মহিলা সদস্য মিসেস ফিরোজা বেগম, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রব মাস্টার, আওয়ামী লীগ নেতা মোস্তফা বকাউল, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাসেম কারী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি প্রমুখ।

আলোচনা সভার শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেনসহ অন্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ এবং মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়