প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
বখাটেদের উৎপাত, ছিনতাই, চুরিসহ এলাকার নানা সমস্যা সমাধান ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বসম্মতিক্রমে চাঁদপুর পৌরসভার মমিনপাড়াস্থ ভূঁইয়া বাড়ি মহল্লা বাড়িওয়ালা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ভূঁইয়া বাড়ি জামে মসজিদের দ্বিতীয় তলায় এ উপলক্ষে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন ভূঁইয়া বাড়ি জামে মসজিদের সভাপতি হাজী এমদাদুল হক ভূঁইয়া। এ সময় উপস্থিত বাড়িওয়ালাদের প্রস্তাবে ভূঁইয়া বাড়ির হাজী এনামুল হক ভূঁইয়াকে আহ্বায়ক ও বকুলবাগের হাজী আলম পলাশকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন ভূঁইয়া, শেখ মহিউদ্দিন রাসেল, মোরশেদ সেলিম, আব্দুল মান্নান, লিটন ভূঁইয়া, ইমাম হোসেন ও নজরুল ইসলাম। এছাড়া ভূঁইয়া বাড়ি জামে মসজিদের সভাপতি হাজী এমদাদুল হক ভূঁইয়াকে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত সম্মানিত সদস্যরা এই কমিটির মাধ্যমে এলাকার নানা সমস্যার কথা তুলে ধরে দ্রুত সমাধান দাবি করেন। এর মধ্যে প্রথম সমস্যা এলাকায় অহরহ চুরি, ছিনতাই ও বখাটেদের উৎপাত বন্ধের দাবিসহ এলাকায় চলাচলের একমাত্র সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা ভগ্নদশা থেকে মুক্তি পাওয়ার দাবি উঠে। পাশাপাশি এলাকার অসহায় ব্যক্তি ও পরিবারের সহযোগিতাসহ সব ধরনের সমস্যা সমাধানে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।