প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
কয়েক ঘণ্টা বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠ পুকুরে পরিণত হয়েছে। পুরো মাঠটি পানিতে থৈ থৈ করে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বিদ্যালয়ের সামনের মাঠ দেখতে অনেকটা পুকুরের মতোই মনে হচ্ছে।
করোনার কারণে গত ১৭ মাস বিদ্যালয় বন্ধ থাকায় সরকারি নির্দেশনা অনুযায়ী গত ১২ সেপ্টেম্বর থেকে বিদ্যালয় খুলেছে, শিক্ষা প্রতিষ্ঠান উপযোগী করার লক্ষ্যে সরকার বিভিন্ন নির্দেশনা দিলেও দক্ষিণ কড়ৈতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিন্ন চিত্র।
সরজমিন গিয়ে দেখা গেছে, ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ দক্ষিণ কড়ৈতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে মাঠে থৈ থৈ অবস্থা। দূর থেকে দেখে পুকুর বলে মনে হয়।
স্থানীয় কয়েকজন জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের কোনো উদ্যোগ নেয় না। ফলে দীর্ঘদিন যাবৎ মাঠে পানি আটকে থাকে।
বিদ্যালয়ের সহ-সভাপতি হেলাল সর্দার জানান, একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকই সার্বিক সকল কিছু দেখে, তার সহযোগিতা বা সহানুভূতি থাকলে সকল কাজ সুন্দর করে করা যায়। কিন্তু আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে আলাপ না করে নিজের মর্জিমত কাজ করেন। আমি প্রতিষ্ঠানে প্রায় সময় যাওয়ার কারণে কিছু জানলেও অন্য সদস্যরা কিছুই জানেন না। কোনো প্রকল্প আসলে কত টাকা বাজেট হয় তা আমরা জানি না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন মুঠোফোনে জানান, বিষয়টি আমি এই মাত্র জেনেছি, আমি দ্রুত ব্যবস্থাগ্রহণ করছি।