প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
জ্ঞানীর চোখে প্রকৃত মানুষের যে অবমূল্যায়ন হয় না, তার প্রমাণ রাখলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি গতকাল ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের ব্যাপক উপস্থিতিতে চাঁদপুর পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের চতুর্থতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন। ভবনের ফলক উন্মোচন করতে গিয়ে ফলকে ‘পুরাণবাজার এমএইচ উচ্চ বিদ্যালয়’ লেখাটি তার নজরে আসে। তিনি তা দেখে হঠাৎ থমকে যান এবং ক্ষোভ প্রকাশ করেন। তাৎক্ষণিক তিনি প্রধান শিক্ষকের নিকট জানতে চান, মধুসূদন উচ্চ বিদ্যালয়ের স্থলে সংক্ষিপ্ত নামের ব্যাখ্যা কী? জবাব দেয়া হয় পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়। প্রতি উত্তরে শিক্ষামন্ত্রীর বৃহৎ হৃদয়ের পরিচয় বেরিয়ে আসে। তিনি বলেন, কোনো ব্যক্তির নামকে এভাবে এড়িয়ে গিয়ে সংক্ষিপ্ত নাম প্রকাশ ঠিক নয়। তিনি তা সংশোধনের নির্দেশ দেন। প্রকৃত সত্য প্রকাশে মন্ত্রীর আন্তরিকতাকে অনেকেই অভিনন্দন জানান।