শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মতলব উত্তরে খবির ও লাবলু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মতলব উত্তর ব্যুরো ॥
মতলব উত্তরে খবির ও লাবলু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মতলব উত্তরে অটোরিকশা চালক খবির ও সাবেক ইউপি সদস্য লাবলু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মতলব উত্তর থানা রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সমাজসেবক আহসান হাবীব নান্টু, রবিউল্লাহ মিয়াজি, মহসিন দেওয়ান, এম ইলিয়াস আলী, গাজী আল আমিন, বিল্লাহ হোসেন বাবু, ফেরদৌসি বেগম ও নিহত খবিরের স্ত্রী মাসুদা বেগম।

বক্তারা বলেন, খবির উদ্দিন প্রধান অটোরিক্সা চালিয়ে এবং কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো। তাকে হত্যা করে স্ত্রীকে করছে বিধবা আর সন্তানদের করেছে পিতৃহারা। যারা এই কাজ করেছে তারা মানুষ নামের পশু। তারা আরও বলেন, গত দুই বছর আগে ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্ল্যাহ্ লাভলুকেও হত্যা করা হয়েছে। আমরা মনে করি এই দুই হত্যাকাণ্ড একই সুতায় গাঁথা। তারা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালিয়েছে । তাদের উপযুক্ত বিচার হওয়া উচিত। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে ফাঁসির দাবি জানান বক্তারা। প্রশাসনের কাছে আমরা এই দুই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছানোয়ার হোসেন বলেন, আমরা ইতিমধ্যে ২ জনকে আটক করেছি। আমাদের অভিযান অব্যাহত আছে। অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়