প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের নেতা মতিনের ত্রাণ বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার পৌর এলাকায় টানা বর্ষণে জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব, জেলা যুবদলের সদস্য আব্দুল মতিন।
মঙ্গলবার বিকেলে উপজেলার পৌর এলাকার কালিরবাজার চৌরাস্তার মাথায় এই ত্রাণ বিতরণ করা হয়। আব্দুল মতিনের উদ্যোগে এবং অর্থায়নে এদিন পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ১ হাজারের অধিক অসহায়দের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
এ সময় আব্দুল মতিন তার বক্তব্যে বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ছিল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করা যাবে না। সম্ভব হলে দোয়ানুষ্ঠান অথবা জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ও বন্যার্তদের সহযোগিতা করতে হবে। সেই নির্দেশনা মোতাবেক আজ আমার অর্থায়নে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের প্রায় এক হাজারের অধিক অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেছি। আশাকরি এতে সামান্যতম হলেও অসহায়দের উপকার হয়েছে। তিনি এ সময় সকল পৌরবাসীর নিকট দোয়া কামনা করেন।
উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টেলু, যুগ্ম আহ্বায়ক নূরে আলম চৌধুরী, জহিরুল ইসলাম, মামুনুর রশিদ, ইমরান হোসেন, ১৪নং ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক গাজী শাহজাহান, প্রবাসী ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুর পাটোয়ারী রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব কামরুল ইসলাম, ১৬নং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহাফুজুর রহমান, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ, ৯নং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের অন্যতম নেতা ফারুক হোসেন রনু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম সুমন, ১৪নং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শরিফ খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।