প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চাঁদপুরের বন্যা কবলিত তিন উপজেলায় একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র ত্রাণসামগ্রী বিতরণ
চাঁদপুরের বন্যা কবলিত তিন উপজেলায় একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে এবং দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার সমন্বয়ে পানিবন্দি ও বানভাসি বন্যা দুর্গতদের মাঝে ৪শ’ ব্যাগ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে, শুকনো খাবার মুড়ি ১ কেজি, চিড়া ১ কেজি, টোস্ট বিস্কুট ১ প্যাকেট, বড় সাইজের পাউরুটি ১টা, প্রাণ কোম্পানির বিশুদ্ধ পানি ২ লিটার ১টা, ওরস্যালাইন ৬টা, নাপা ১ পাতা, মেট্রোনিডাজল ১ পাতা, হিস্টাসিন ১ পাতা, মোমবাতি ১ ডজন, গ্যাস লাইটার ১টা ইত্যাদি। বন্যা আক্রান্ত এসব উপজেলাগুলো হচ্ছে যথাক্রমে শাহরাস্তি, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ। গত শনিবার ও রোববার এবং গতকাল সোমবার (৩১ আগস্ট, ১ ও ২ সেপ্টেম্বর) টানা ৩ দিন এসব উপজেলার বানভাসি ও পানিবন্দি বিভিন্ন এলাকা এবং বেশকিছু আশ্রয়কেন্দ্র দিনভর ঘুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত অসহায়দের হাতে এসব ত্রাণ সহায়তা তুলে দেয়া হয়।
যেসব এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয় সেগুলো হচ্ছে- শাহরাস্তি উপজেলার ১০নং টামটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোনাচোঁ গ্রামের পানিবন্দি ও দ্বীপবাসী বন্যার্তসহ একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের দোপাট্টা গ্রামের বানভাসিদের মাঝে ৫০ ব্যাগ। এছাড়া একই উপজেলার আলিপুর গ্রামের পৃথক দুটি আশ্রয় কেন্দ্রের বন্যার্তদের মাঝে ৫০ ব্যাগ, শাহরাস্তি বিজয়পুর উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের বানভাসিদের মাঝে ৫১ ব্যাগ, শাহরাস্তি হাটখোলা বিজয়পুর হাফিজিয়া মাদ্রাসা আশ্রয় কেন্দ্রের বন্যার্তদের ২৭ ব্যাগ এবং একই গ্রামের আশপাশ এলাকায় ২২ ব্যাগ ত্রাণসামগ্রী দেয়া হয়।
হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের তারালিয়া, মহিশামুরা, মালিগাঁও হরিপুর, গন্ধর্ব্যপুর, ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের কাশিমপুর, পয়ালজুস, পালিসারা বন্যার্তদেরসহ কৈয়ারপুল, ওয়ারুক, বড়কূল পশ্চিম ইউনিয়নের বড়কূল গ্রাম, রায়চোঁ, এন্নাতলী, নোয়াদ্দাসহ পানিবন্দি দ্বীপ এলাকায় শতাধিক বন্যার্তের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ আশ্রয় কেন্দ্রে ২৫ ব্যাগ এবং আশপাশ এলাকায় ৬ ব্যাগ, কালিরবাজার কলেজ আশ্রয় কেন্দ্রে ২৯ ব্যাগ, ১৪নং ফরিদগঞ্জ (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ আশ্রয় কেন্দ্রে ৯ ব্যাগ, গজারিয়া ও পোয়া গ্রামে ৫ ব্যাগ, গৃদকালিন্দিয়া, খাজুরিয়া, সকদিরামপুর গ্রামসহ আশপাশ এলাকার বন্যার্তদের জন্য ২৬ ব্যাগসহ ১০০ ব্যাগ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসব উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণকালে একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র বাংলাদেশস্থ সমন্বয়কারী দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক এবং একাত্তর ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ জিয়াউর রহমান (বেলাল), দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার আহসানুর রহমান সোহেল, স্বেচ্ছাসেবী নাজমুল আহসান, মোঃ আরিফ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা। এছাড়া ত্রাণ কার্যক্রম শুরুর পূর্বে মুঠোফোনে শুভেচ্ছা জানান স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম ভূঁঞা, নাজিরপাড়া সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি ডাঃ মোঃ ছফিউল্লাহ, মোঃ জাবেদ হোসেন, কাজী মিজানুর রহমান আমান, কাজী নাদিম আব্দুল্লাহ প্রমুখ।