শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ-রূপসা-খাজুরিয়া সড়কে ন্যায্য ভাড়া নির্ধারণের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

শামীম হাসান ॥
ফরিদগঞ্জ-রূপসা-খাজুরিয়া সড়কে ন্যায্য ভাড়া নির্ধারণের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

ফরিদগঞ্জ থেকে রূপসা ও খাজুরিয়াগামী সিএনজি অটোরিকশা ও অটোবাইকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে ন্যায্য ভাড়া নির্ধারণের দাবিতে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে স্মারকলিপি প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদগঞ্জের শিক্ষার্থীরা।

২ সেপ্টেম্বর রোববার দুপুরে ফরিদগঞ্জ-রূপসা-খাজুরিয়া সড়কে যাতায়াত করা যাত্রীদেরকে অতিরিক্ত ভাড়া থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল ন্যায্য ভাড়া নির্ধারণের জন্যে চেষ্টা করবেন বলে শিক্ষার্থীদের আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, চাঁদপুর থেকে ফরিদগঞ্জ ১৭ কিলোমিটারের বেশি দূরত্বের রাস্তায় সিএনজিতে ভাড়া নেয়া হয় জনপ্রতি ৫০ টাকা, তার বিপরীতে ফরিদগঞ্জ থেকে রূপসা বাজারের সাড়ে ৪ কিলোমিটার রাস্তায় যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে জনপ্রতি ৩০ টাকা এবং ফরিদগঞ্জ থেকে খাজুরিয়া বাজারে সাড়ে ৬ কিলোমিটার সড়কে জনপ্রতি ভাড়া আদায় করা হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। বিগত দিনে ফরিদগঞ্জ-রূপসা সড়কের বেহাল দশার কারণে বিকল্প রাস্তায় চার থেকে পাঁচ কিলোমিটার ঘুরে রূপসা যাওয়ার কারণে ভাড়া ২০ টাকার পরিবর্তে ৩০ টাকা আদায় করা শুরু হয়। এরপর সড়কটি পুরোদমে সংস্কার করা হলেও পূর্বের অতিরিক্ত ভাড়াই যাত্রীদের কাছ থেকে আদায় করছে সিএনজি চালকরা। যা এই সড়কে নিয়মিত যাতায়াত করা সাধারণ যাত্রীদের কাছে আর্থিক ভোগান্তির বিষয়ে পরিণত হয়েছে। সড়কটিতে যাতায়াত করা চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর মহিলা কলেজ ও পুরাণবাজার ডিগ্রি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা জানান, আমরা বাসে চাঁদপুর যেতে ২০-২৫ টাকা আর সিএনজিতে ৫০ টাকা ভাড়া দিয়ে ১৭ কিলোমিটারের বেশি যাতায়াত করি। আর ফরিদগঞ্জ থেকে রূপসা যেতেই আমাদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে ৩০ টাকা করে। দুপুরের পর অনুষ্ঠিত পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শেষ করে ফরিদগঞ্জে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হলেই ফরিদগঞ্জ থেকে রূপসা যেতে আমাদের কাছ থেকে ভাড়া নেওয়া হয় ৪০ টাকা করে। আমরা কলেজে নিয়মিত যাতায়াত করা শিক্ষার্থীরা অতিরিক্ত ভাড়ার বোঝা নিয়েই পড়াশোনা করতে হচ্ছে। এমন ভোগান্তি থেকে আমরা পরিত্রাণ চাই।

স্মারকলিপি প্রধানকালে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফ উদ্দিন, আজাদ হোসাইন, রাকিব হাসান, সাইদ ইয়াফি, মোঃ ফয়সাল, ফাহিম হোসেন, মোঃ আজমিরসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়