প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের ত্রাণ তৎপরতা
ফরিদগঞ্জ উপজেলায় জলাবদ্ধতার কারণে পানিবন্দি দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। ৩০ আগস্ট শুক্রবার ব্যাংকের ফরিদগঞ্জ শাখার উদ্যোগে বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৪শ’ লোকের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণকালে ব্যাংকের ব্যবস্থাপক মুরাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, যুগ্ম আহ্বায়ক ডাঃ আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, আবুল খালেক পাটওয়ারী, বিএনপি নেতা নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু ও পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী।
এ সময় বক্তারা বলেন, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও ফরিদগঞ্জ উপজেলার কৃতী সন্তান এম এ হান্নান গত দুই যুগ ধরে নিরলসভাবে ফরিদগঞ্জবাসীর কল্যাণে কাজ করে চলছেন। এমন কোনো সেক্টর নেই যেখানে তার অবদান নেই। উপজেলার লাখ লাখ মানুষের সুখে-দুঃখে তিনি পাশে দাঁড়িয়েছেন। নিজের ব্যক্তিগত অর্থায়ন ছাড়াও মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রেখেছেন। সর্বশেষ উদ্যোগ ভয়াবহ জলাবদ্ধতার কারণে পানিবন্দি দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। এরপরে পুনর্বাসন প্রকল্পও হাতে নেয়া হবে বলে জানানো হয়। আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবেন। তিনি ফরিদগঞ্জবাসীর হৃদয়ের মানুষ তা নির্বাচনের মাধ্যমে আবারো নিশ্চিত হবে।