প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর শহরের পুরাণবাজারের ব্যবসায়ী প্রয়াত সত্যরঞ্জন সাহার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৬ ডিসেম্বর বুধবার পুরাণবাজার মেরকাটিজ রোডস্থ বাসায় পুত্রদ্বয় পিতার আত্মার শান্তি কামনায় পারলৌকিক ক্রিয়া-কর্মাদি সম্পন্নপূর্বক শ্রাদ্ধ ক্রিয়াদি সম্পন্ন করেন। অনুষ্ঠানে আত্মীয়-স্বজনসহ শুভানুধ্যায়ীগণ অংশ নেন। এ উপলক্ষে দুপুরে পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সের লোকনাথ মন্দির ও আশ্রমে আত্মীয় পরিজনসহ আমন্ত্রিত অতিথিবর্গকে মহাপ্রসাদে আপ্যায়িত করা হয়। এই সময় চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি পরেশ চন্দ্র মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, দপ্তর সম্পাদক রঞ্জিত সাহা মুন্না, সহ-দপ্তর সম্পাদক লিটন মজুমদার, সদস্য গোবিন্দ সাহা, পুরাণবাজার গৌর নিত্যানন্দ মহাপ্রভু মন্দিরের সাধারণ সম্পাদক শিমুল সাহা, পুরাণবাজার বারোয়ারি দুর্গাপূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক সাহা, সদস্য মানিক ঘোষ, মধুমঙ্গল বণিক, দ্বীপক সাহাসহ ব্যাপক মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয়।
অনুষ্ঠানে প্রয়াতের ছোট ভাই ব্যবসায়ী সম্ভুনাথ সাহা, পুত্র সমীর সাহা, তাপস সাহা, প্রবীর সাহা ও কন্যা শিল্পী সাহা আমন্ত্রিত অতিথিদেরকে আপ্যায়িত করেন এবং প্রয়াতের আত্মার সদ্গতি কামনায় তার জন্যে আশীর্বাদ কামনা করেন।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর বিকেলে নিজ বাসভবনে সত্যরঞ্জন সাহা পরলোকগমন করেন (দিব্যান লোকান স গচ্ছতু)।