শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি রক্ষার্থে মামলা করায় বাদীর বিরুদ্ধে অপপ্রচার
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ডাকাতিয়া নদীর ঘাটলাসহ সরকারি ভূমি দখল করে বহুতল ভবন নির্মাণ করে। পরবর্তীতে সেই ভবনে সরকারি ব্যাংক পূবালী ব্যাংকের শাখা স্থানান্তরের চুক্তিও করে ফেলে। কিন্তু পূর্বের ভবনের মালিকের ছেলে এলাকাবাসীর পক্ষে সরকারি জমি দখল করে ভবন নির্মাণ ও ব্যাংক স্থানান্তরের বিষয়ে আদালতে মামলা করেন। আদালত ইতিমধ্যেই ওই জমি উদ্ধারে কর্তৃপক্ষকে নিদের্শনা দিয়েছে। ফলে থেমে যায় ব্যাংক স্থানান্তর প্রক্রিয়া। এতেই ক্ষিপ্ত হয়ে ওই পাকা ভবনের মালিক ঢাকার ব্যবসায়ী আব্বাস আলী কৌশলে ঢাকা থেকে প্রকাশিত ‘অপরাধ বিচিত্রা’ নামে একটি ম্যাগাজিনের সংবাদে মামলার বাদী এমরান হোসেনকে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী, খুনি, চাঁদাবাজ, সন্ত্রাসী এবং ধর্ষক বানিয়ে দেয়। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের।

২ ডিসেম্বর শনিবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কথিত এই অভিযোগের বিষয় প্রকৃত সত্য ঘটনা তুলে ধরেন ভুক্তভোগী এমরান হোসেন। এ সময় ওই পত্রিকায় প্রকাশিত প্রতিটি ঘটনার বিষয়ে যাদের বক্তব্য দেয়া হয়েছে তারা উপস্থিত থেকে ঘটনাগুলো মিথ্যা বলে জানায়।

প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখতে গিয়ে এমরান হোসেন বলেন, আমি আজন্ম আওয়ামী লীগ পরিবারের সন্তান। ১৯৯৫ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতেগড়া বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের রামপুর বাজার মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম। গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ছিলাম। উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলাম। ওই পত্রিকায় আমাকে বিএনপি থেকে আগত বলে প্রচার করে। রাজনীতি করার কারণে মামলার শিকার হয়েছি, জেল খেটেছি। সরকারি সম্পত্তি রক্ষা করতে গিয়ে এখন শীর্ষ সন্ত্রাসীর সহযোগী, ধর্ষক এমনকি খুনিও সাজানো হয়েছে। যা একজন বিবেকবান মানুষ হিসেবে আমি প্রত্যাশা করি না। আজকের এই সংবাদ সম্মেলনে আমার সাথে পত্রিকায় প্রকাশিত প্রতিটি ঘটনায় যাদের বক্তব্য নেয়া হয়েছে বলে লেখা হয়েছে সকলেই এসেছেন। তারাই তাদের মুখে প্রকৃত সত্য তুলে ধরবেন। এভাবে আমাকে হয়রানি করার কারণ কি।

আমি নিশ্চিত সরকারি জমি দখল বহুতল ভবন নির্মাণকারী আব্বাছ আলী পত্রিকাকে ব্যবহার করে এই জঘন্য কল্পকাহিনী সাজিয়েছেন। অথচ তিনি নিজেই গ্রামের অজোপাড়াগাঁয়ের একটি ভবন দেখিয়ে তিনি ঢাকার উত্তরা ব্যাংকের একটি শাখা থেকে প্রায় তিন কোটি টাকা ঋণ নিয়েছেন। আবার মিথ্যা তথ্য দিয়ে আমার মায়ের নামে থাকা রামপুর বাজারের একটি ভবনস্থিত পূবালী ব্যাংকের শাখাটি তার ভবনে নিয়ে যেতে পাঁয়তারা করছে। আমি সরকারি সম্পত্তি রক্ষায় এলাকাবাসীর পক্ষে আদালতে মামলা করি। ওই মামলায় ইতিমধ্যেই আদালত সরকারি সম্পত্তি উদ্ধারে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত মরহুম আলী আকবর ভূঁইয়ার স্ত্রী নাছিমা বেগম জানায়, পত্রিকাটিতে বলা হয়েছে, আমার স্বামীকে গুলি করে খুন করেছে এমরান হোসেন, যা মিথ্যা। প্রকৃত সত্য হলো তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ সময় তার ছেলে নাজমুল হাসান ভূঁইয়াও নিশ্চিত করেন পিতার স্বাভাবিক মৃত্যুর বিষয়টি।

উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আমি এই পর্যন্ত এমরানের বিরুদ্ধে থানায় কোনো জিডি বা অভিযোগ করিনি। পত্রিকায় যা এসেছে তা ভিত্তিহীন। আমি এ বিষয়ে কিছুই জানি না।

ধর্ষণের ঘটনার বিষয়ে কথিত ভিকটিমের মা হালিমা বেগম ও পিতা খাজে আহমেদ বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। কথিত ঘটনার দিন আমরা বিদেশ থেকে ফিরে বাড়ির আসছিলাম। এ ধরনের ঘটনা ঘটলে আমি অবশ্যই আইনের আশ্রয় নিতাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়